ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

একদিনে চার বাল্যবিয়ে বন্ধ করলেন বেলকুচির ইউএনও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০২২
একদিনে চার বাল্যবিয়ে বন্ধ করলেন বেলকুচির ইউএনও

সিরাজগঞ্জ: একদিনে চারটি বাল্যবিয়ে বন্ধ করলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আনিসুর রহমান।

বুধবার (১৩ জুলাই) দুপুরে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

এর আগে, মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর, ভাঙ্গাবাড়ি ইউনিয়নের শেলবরিষা, ধুকুরিয়াবেড়া ইউনিয়নের লক্ষীপুর ও দৌলতপুর ইউনিয়নের ক্ষিদ্র গোপরেখী গ্রামে অভিযান চালিয়ে এসব বাল্যবিয়ে বন্ধ করেন ইউএনও আনিসুর রহমান।

এ বিষয়ে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারটি বাল্যবিয়ে বন্ধ করেছেন তিনি। এসব বাল্যবিয়ে আয়োজন করায় অভিভাবকদের কাছ থেকে মোট ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়াও প্রতি অভিযানে কনের বাবার কাছ থেকে মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।