ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াবে আর্জেন্টিনা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, জুলাই ১২, ২০২২
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াবে আর্জেন্টিনা

ঢাকা: কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। এছাড়াও বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক-বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে একমত হয়েছে আর্জেন্টিনা।

দেশটির পররাষ্ট্র, আন্তর্জাতিক বাণিজ্য ও পররাষ্ট্র নীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ক্লাউদিও হাভিয়ের রসেনওয়াইগ চার সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন। প্রতিনিধি দলে রয়েছেন ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত ও বাংলাদেশে অনাবাসী আর্জেন্টিনার রাষ্ট্রদূত উগো গোবি।

মঙ্গলবার (১২ জুলাই) প্রতিনিধি দলটি পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন। বৈঠকে আর্জেন্টিনার আন্ডার সেক্রেটারি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা হস্তান্তর করেন। প্রতিমন্ত্রী ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আর্জেন্টিনার বিখ্যাত কবি ভিক্টোরিয়া ওকাম্পোর নেতৃত্বে সে দেশে আন্দোলনের কথা স্মরণ করেন।

তিনি উল্লেখ করেন, মুক্তিযুদ্ধে বাঙালির ন্যায়সঙ্গত সমর্থনে কবি ওকাম্পো জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

বৈঠকে উভয় পক্ষ দুই দেশের মধ্যে ব্যবসায়িক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে একমত হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী কৃষি ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

আন্ডার সেক্রেটারি জানান, আর্জেন্টিনা বাংলাদেশে সয়াবিন, গরুর মাংস ও সার রপ্তানির জন্য উন্মুক্ত। উভয় পক্ষই স্বীকার করেছে যে, সার ও জ্বালানি সরবরাহে বর্তমান বিশ্বব্যাপী সংকট কৃষি উৎপাদনকে আরও ব্যাহত করতে পারে।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, জুলাই ১২, ২০২২
টিআর/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।