ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে আমেরিকা বানাবেন শেখ হাসিনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩১ ঘণ্টা, জুলাই ১০, ২০২২
২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে আমেরিকা বানাবেন শেখ হাসিনা

জামালপুর: আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজম বলেছেন, ‘২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে আমেরিকায় রূপান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমেরিকা একটি স্বপ্নের দেশ।

আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখি আমরা। একসময় মানুষ বাংলাদেশে আসার স্বপ্ন দেখবে। ’

রোববার (১০ জুলাই) বিকেলে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পাকরুল নদী ভাঙন এলাকা পরিদর্শন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা আজম আরও বলেন, বিদেশিরা আগে বাংলাদেশিদের মিসকিন বলত। এখন পরিচয় দিলে স্যালুট জানায়। শেখ হাসিনার জন্য আন্তর্জাতিকভাবে দেশের মানুষ সম্মান পেয়েছে।

আলোচনা সভায় চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুঞ্জুরুল করিম মঞ্জুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলালের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অরুণ কুমার সাহা, চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম সরদার, ইউপি সদস্য আজাহার প্রামাণিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, জুলাই ১০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।