ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উল্টো রথযাত্রায় ডিএমপির ট্রাফিক নির্দেশনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, জুলাই ৮, ২০২২
উল্টো রথযাত্রায় ডিএমপির ট্রাফিক নির্দেশনা

ঢাকা: সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রা শুক্রবার (৮ জুলাই)। এদিন বিকেল ৩টায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হবে এ রথযাত্রা।

এ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ কর্তৃক রুটের নির্দেশনা দিয়েছে। এ রুটে রথযাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

ডিএমপি কর্তৃক উল্টো রথযাত্রার নির্দেশিত রুট
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির-পলাশী মোড়-ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য মোড়-জগন্নাথ হল-কেন্দ্রীয় শহীদ মিনার-রোমানা চত্বর-দোয়েল চত্বর-হাইকোর্ট মাজার গেট মোড় হয়ে সরকারি কর্মচারী হাসপাতাল-পুলিশ হেডকোয়ার্টার্স-গোলাপশাহ মাজার-গুলিস্তান।

সেখান থেকে রাজউক ক্রসিং-বক চত্বর-শাপলা চত্বর-ইত্তেফাক মোড়-হাটখোলা মোড়-রাজধানী মার্কেট ক্রসিং বামে মোড়-দয়াগঞ্জ ট্রাকস্ট্যান্ড ক্রসিং ডানে মোড় হয়ে ইসকন মন্দির হয়ে স্বামীবাগে শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, জুলাই ০৮, ২০২২
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ