ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

লালপুরে বাবার হাতে ছেলে খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, জুলাই ৭, ২০২২
লালপুরে বাবার হাতে ছেলে খুন প্রতীকী ছবি

নাটোর: জমি সংক্রান্ত বিরোধে নাটোরের লালপুরে বাবার হাসুয়ার কোপে ছেলে আব্দুল হাকিম (৩৭) নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার ময়না গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল ওই গ্রামের আজিজুর রহমান ওরফে আজদারের ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি জানান, বিকেলের দিকে জমি সংক্রান্ত ও পারিবারিক বিষয় নিয়ে দুই বাপ-ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাবা আজবার হোসেন ধারালো হাসুয়া দিয়ে ছেলে আব্দুলকে কোপ দেন। এতে জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ছেলে। এ অবস্থায় তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি মনোয়ারুজ্জামান।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জুলাই ০৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।