ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ডিএমপির ১০৭ সদস্যকে অনুদান দিলেন কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, জুলাই ৭, ২০২২
ডিএমপির ১০৭ সদস্যকে অনুদান দিলেন কমিশনার

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অসুস্থ পুলিশ ও পুলিশ পরিবারের ১০৭ জন সদস্যকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

বুধবার (৭ জুলাই) ডিএমপি সদর দপ্তরে অনুদানপ্রাপ্ত পুলিশ সদস্যদের মধ্যে অনুদানের এ অর্থ তুলে দেন তিনি।

এ সময় ডিএমপি কমিশনার বলেন, ডিএমপির এ কল্যাণ ফান্ড বর্তমান আইজিপি স্যার কমিশনার থাকাকালীন শুরু করেন এবং আমরা এ ফান্ডকে বিস্তৃত করেছি।

অসুস্থ পুলিশ সদস্য ও পরিবারের সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করে ডিএমপি কমিশনার বলেন, আর্থিক অনুদানটাই বড় কথা নয়, যেকোনো প্রয়োজনে ডিএমপি সব সময় তোমাদের পাশে আছে।

গত ৩০ জুন ডিএমপি কল্যাণ তহবিল ব্যবস্থাপনা পরিষদের ৬৭তম সভা ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। সভায় ১০৭ জন পুলিশ সদস্যদের অনুকূলে ৩৫ লাখ ২০ হাজার টাকার আর্থিক অনুদান মঞ্জুর করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, জুলাই ০৭, ২০২২
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।