ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পদ্মায় ধরা পড়ল ৩১ কেজির বাঘাইড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, জুলাই ৭, ২০২২
পদ্মায় ধরা পড়ল ৩১ কেজির বাঘাইড়

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া অংশে পদ্মা নদীতে জালে ধরা পড়েছে ৩১ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ।

বৃহস্পতিবার (৭ জুলাই) ভোরের দিকে ৭ নম্বর ফেরিঘাটের অদূরে বাহিরচর এলাকায় জেলে রওশন হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, দৌলতদিয়ার পদ্মা নদীর বাহিরচর এলাকার প্রতিদিনের মতো জেলে রওশন হালদার ও তার সহযোগীরা মাছ ধরতে গেলে মধ্য রাতে জাল তুলতেই দেখতে পান বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। পরে সকাল ৭টার দিকে মাছটি বিক্রয়ের জন্য দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত মোহন মণ্ডলের মৎস্য আড়তে আনেন। পরে ৫ নম্বর ফেরিঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ মাছটি কিনে নেন। এ সময় মাছটি এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভিড়ও জমায়।

মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বাংলানিউজকে জানান, সকালে তিনি খবর পান, পদ্মায় একটি বড় বাঘাইড় মাছ ধরা পড়েছে। পরে দ্রুত আড়তে গিয়ে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি প্রতি কেজি ১ হাজার ২৫০ টাকা দরে ৩৯ হাজার ৩৭৫ টাকা দিয়ে কিনে নেন। মাছটি প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা হলে বিক্রি করে দেবন। বিভিন্ন জায়গায় মাছটি বিক্রির জন্য যোগাযোগও করেন।

বর্তমানে পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় জেলেদের জালে বড় বড় মাছ ধরা পড়ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুলাই ০৭, ২০২২
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।