ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মোটরসাইকেলে পদ্মা সেতু পার হতে গিয়ে যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, জুলাই ৭, ২০২২
মোটরসাইকেলে পদ্মা সেতু পার হতে গিয়ে যুবক আটক

শরীয়তপুর: নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু পার হওয়ার সময় মো. খালেদ মাহফুজ (২২) নামে এক যুবককে আটক করেছে সেতুতে থাকা সেনাবাহিনীর টহল দল।

বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় তার মোটরসাইকেলটিও জব্দ করা হয়। পরে সেনা টহল দলের সদস্যরা তাকে পদ্মা সেতু দক্ষিণ থানায় হস্তান্তর করেছে।

আটক খালেদ নড়াইল জেলার নরাগাতি থানার পানি পারা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

ওসি শেখ মোস্তাফিজুর রহমান জানান, পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে টোল না দিয়ে মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতুতে উঠে পড়েন মাহফুজ নামের এক বাইকার। বেলা ১১টার দিকে সেতু পার হয়ে জাজিরা প্রান্ত দিয়ে নামার সময় সেনাবাহিনীর টহল দলের সদস্যরা তাকে আটক করে। পরে পদ্মা দক্ষিণ থানায় তাকে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, বর্তমানে আটক মাহফুজ পদ্মা দক্ষিণ থানা হেফাজতে রয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, জুলাই ০৭, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad