ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

ইছামতী নদীতে গরু বোঝাই ট্রলারডুবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, জুলাই ৭, ২০২২
ইছামতী নদীতে গরু বোঝাই ট্রলারডুবি

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওরের ইছামতি নদীতে ২৭টি গরুসহ একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) বেলা সাড়ে ১০টার দিকে ঘিওর উপজেলার ইছামতি নদীর ঘিওর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রলারে থাকা গরুগুলোর মধ্যে এ পর্যন্ত ১৭টি জীবিত এবং দুইটি মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আরও আটটি গরু নিখোঁজ রয়েছে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজউদ্দিন আহমেদ বিপ্লব বাংলানিউজকে বলেন, দৌলতপুর উপজেলার কয়েকজন খামারি কুরবানির ২৭টি গরু বিক্রির জন্য ট্রলারে করে নিয়ে রাজধানীর গাবতলীর হাটের উদ্দেশে রওনা দেন। পরে ঘিওর বাজারের কাছে ইছামতি নদীতে ট্রলারটি ডুবে যায়। পরে ড়ুবে যাওয়া গরুগুলোর মধ্যে জীবিত অবস্থায় ১৭টি ও মৃত অবস্থায় দুইটি উদ্ধার করা হয়েছে। বাকিগুলো নিখোঁজ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, জুলাই ০৭, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।