ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, জুলাই ৭, ২০২২
বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে

সিরাজগঞ্জ: স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে কর্মস্থল থেকে ঘরে ফিরতে শুরু করছে মানুষ। বেড়েছে কোরবানির পশুবাহী যান চলাচলও।

এ কারণে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ। তবে সড়কে তেমন যানজট বা ভোগান্তি নেই।

বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ, কড্ডার মোড়, কোনাবাড়ী, নলকাসহ বেশ কয়েকটি এলাকায় ঘুরে যানবাহনের ব্যাপক চাপ দেখা গেছে।

এ সময় দেখা যায় যাত্রীবাহী বাসের পাশাপাশি ট্রাক, পিকআপ ভ্যানসহ ব্যক্তিগত যানবাহনে ঘরে ফিরছে মানুষ। তবে কোথাও কোনো যানজট চোখে পড়েনি। নেই যানবাহনের কোনো ধীরগতি। মহাসড়কে শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ভোর থেকে যানবাহনের চাপ বাড়ছে। গত কয়েকদিন ধরে স্বাভাবিকের চেয়ে বেশি যানবাহন চলাচল করেছে আজ। গাড়ির সংখ্যা বাড়লেও কোনো প্রকার যানজট বা ধীরগতি নেই। ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী বাংলানিউজকে বলেন, গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে ৩৪ হাজার ৪০৭টি যানবাহন পারাপার হয়েছে। স্বাভাবিকভাবে এ রুটে প্রতিদিন গড়ে ২১ থেকে ২২ হাজার গাড়ি চলাচল করে। ঈদ উপলক্ষে গাড়ি চলাচলের পরিমাণ দ্বিগুণ থেকে আড়াইগুণ পর্যন্ত হয়।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, জুলাই ৭, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।