ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শ্যামনগরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, জুলাই ৪, ২০২২
শ্যামনগরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ জুলাই) বিকেলে ৬ নম্বর রমজাননগর ইউনিয়ন পরিষদের আয়োজনে উপজেলার সোনাখালী-পাতড়াখোলা বিলে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় ১৪টি ঘোড়া অংশ নেয়। এর মধ্যে যশোর জেলার অভয়নগর উপজেলার 'ঘোড়া সোওয়ারি' প্রথম স্থান অধিকার করে।

ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে দূর-দূরান্ত থেকে হাজারো নারী-পুরুষ ও শিশু সোনাখালী-পাতড়াখোলা বিলে উপস্থিত হন।

দিনের শেষে রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আল মামুনের সভাপতিত্বে শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, রায়নগর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারক বিশ্বাসসহ অন্যান্য অতিথিরা প্রতিযোগীতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।