ঢাকা, শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

জাতীয়

সরিয়ে দেওয়ার পরেও ট্রেনের নিচে ঝাঁপ দিলেন যুবক!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৭, জুলাই ৩, ২০২২
সরিয়ে দেওয়ার পরেও ট্রেনের নিচে ঝাঁপ দিলেন যুবক! ফাইল ছবি

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবককে রেললাইন থেকে সরিয়ে দেওয়ার পরেও তিনি চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

রোববার (৩ জুলাই) রাত ৮টার দিকে কারওয়ান বাজারের মাছ বাজার সংলগ্ন রেললাইনে এ ঘটনাটি ঘটে।

ঢাকার রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) মো. সেকেন্দার আলী বলেন, আশেপাশের লোকদের কাছ থেকে জানা গেছে, কমলাপুর রেলস্টেশনগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম-ঠিকানা এখনও জানার চেষ্টা করা হচ্ছে।

ঘটনাস্থলের আশপাশে থাকা লোকজনের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা আরও জানান, ওই যুবক অনেকক্ষণ ধরে রেললাইনের ওপর হাঁটছিলেন। পরে এক নারী তাকে রেললাইনের ওপর থেকে সরিয়ে দেন। এর কিছুক্ষণ পরে ট্রেনের নিচে তিনি ঝাঁপিয়ে পড়েন।

নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হবে বলে জানান রেল পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, জুলাই ০৩, ২০২২
এজেডএস/এমজেএফ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ