ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ, ভাইয়ের চোখে ছুরিকাঘাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৬, জুলাই ২, ২০২২
বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ, ভাইয়ের চোখে ছুরিকাঘাত

ঢাকা: রাজধানীর মুগদায় বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইয়ের চোখে ছুরি মেরে জখমের ঘটনায় মো. মামুন (২৫) নামে একজনকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (১ জুলাই) দিবাগত রাতে মুগদা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-৩ এর পুলিশ সুপার (এসপি) বীণা রানী দাস জানান, মুগদা এলাকার বাসিন্দা আহাদের বোনকে দীর্ঘদিন ধরে ইভটিজিং ও বিভিন্নভাবে হয়রানি করে আসছেন মামুন। এ বিষয়ে আহাদের বোন বাদী হয়ে রাজধানীর মুগদা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় মামুন গ্রেফতার হয়ে ২ মাস জেলে ছিলেন।

পরে মামুন জেল থেকে বেরিয়ে আবারও আহাদের বোনকে ইভটিজিং করতে থাকেন। এক পর্যায়ে আহাদ প্রতিবাদ করলে তার চোখে ছুরি দিয়ে আঘাত করেন মামুন।

এ ঘটনায় একটি অভিযোগের ভিত্তিতে মামুনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জুলাই ০২, ২০২২
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।