ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

হাতীবান্ধায় জঙ্গি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, জুলাই ২, ২০২২
হাতীবান্ধায় জঙ্গি গ্রেফতার

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় নাশকতার মামলায় মেহেদী হাসান নামে এক জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২ জুলাই) সকালে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বাংলানিউজকে নিশ্চিত করেন।


এর আগে শুক্রবার (১ জুলাই) যশোরের অভয়নগর এলাকা থেকে গ্রেফতার করে হাতীবান্ধা থানা পুলিশ।

মেহেদী হাসান হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তালুকদারের বড় ভাই ঠাংঝাড়া এলাকার লতিফ তালুকদার ওরফে লতিফ মুন্সির ছেলে।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, ২০১৭ সালের ২৮ আগস্ট উপজেলার টংভাঙ্গা এলাকায় নাশকতার ঘটনা ঘটে। এ ঘটনায় লালমনিরহাট গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন জঙ্গি মেহেদী হাসান।
গোপন সংবাদের ভিত্তিতে যশোহর জেলার অভয়নগর এলাকায় স্থানীয় থানা পুলিশের সহায়তায় হাতীবান্ধা থানা পুলিশ অভিযান চালিয়ে মেহেদী হাসানকে গ্রেফতার করে।  

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জুলাই ০২,  ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।