ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রামগতিতে পানিতে ডুবে দুইজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জুলাই ২, ২০২২
রামগতিতে পানিতে ডুবে দুইজনের মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. মোহন (০২) নামে এক শিশু ও হান্নান হাওলাদার (২০) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ওই যুবকের মরদেহ একটি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

এছাড়া সকালে শিশু মোহনকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

জানা গেছে, শনিবার (২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের কোস্টগার্ড আউটপোস্ট সংলগ্ন মসজিদের পুকুর থেকে হান্নান হাওলাদার (২০) নামে এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। হান্নান আলেকজান্ডার ইউনিয়নের সাবেক সদস্য বাবুল মেম্বারের ভাতিজা।  

রামগতি থানার ওসি আলমগীর হোসেন বলেন, মৃত যুবক মানসিক প্রতিবন্ধী ছিলেন। ধারণা করা হচ্ছে- রাতের কোনো এক সময়ে পুকুরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি পানিতে পড়ে গিয়ে মারা যান।

এদিকে শনিবার সকালে রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নের চর মেহার গ্রামে মো. মোহন নামে ২ বছর ২ মাস বয়সী এক শিশু পুকুরের পানিতে ডুবে যায়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। মোহন ওই এলাকার মো. সিরাজের ছেলে।  

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দীপঙ্কর মোদক জানান, সকাল ১০টার দিকে শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জুলাই ০২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।