ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ৩ লাখ টাকা খোয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, জুন ৩০, ২০২২
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ৩ লাখ টাকা খোয়া

ঢাকা: রাজধানীতে চলন্ত বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে তিন লাখ টাকা খুইয়েছেন বলে অভিযোগ করেছেন কবির হোসেন (২৫) নামে এক যুবক।

বুধবার (২৯ জুন) বিকেল সোয়া ৫টার দিকে ওয়ারী কাপ্তান বাজার ইলেকট্রনিক্স মার্কেট থেকে কবির হোসেনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে তার সহকর্মীরা।

পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কবির হোসেনের সহকর্মী আশরাফুল হায়দার বলেন, পল্টনে তাদের কুইকলিংক টেকনোলজিস্ট নামে একটি প্রতিষ্ঠান আছে। সেখানে ডেলিভারিম্যানের কাজ করেন কবির। আজ টাকা কালেকশনে নারায়ণগঞ্জ গিয়েছিল। সেখান থেকে উৎসব পরিবহনে করে ঢাকায় ফিরছিল কবির। বিকেলে কাপ্তানবাজার ইলেকট্রিক মার্কেট থেকে ফোনে সংবাদ দেওয়া হয় কবির সেখানে অচেতন অবস্থায় পরে আছে। পরে সেখানে গিয়ে কবিরকে হাসপাতালে নিয়ে আসি।  

আশরাফুল অভিযোগ করেন, কবিরের কাছে প্রায় সাড়ে তিন লাখ টাকা ছিল। মানিব্যাগ ও মোবাইল ফোন পাওয়া গেলেও টাকা পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, জুন ৩০, ২০২২
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।