ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম কনফারেন্স অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, জুন ২৯, ২০২২
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম কনফারেন্স অনুষ্ঠিত

সিরাজগঞ্জ: রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম অ্যাকাডেমিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (২৮ জুন) বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি মিলনাতয়নে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম এ কনফারেন্সের উদ্বোধন করেন।

এতে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলী অংশ নেন।
 
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক খলিল আহমদ ও ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে আলোচনা করেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক প্রফেসর শফি আহমেদ।

এসময় উপাচার্য ড. মো. শাহ আজম বলেন, মহান মুক্তিযুদ্ধের আদর্শ, বাঙালি সংস্কৃতি ও রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ও সম্প্রীতি-সহমর্মিতার দর্শনকে ধারণ করে পরিবর্তমান বিশ্ব পরিস্থিতির উপযোগী পাঠ ও গবেষণার পীঠস্থান হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে গড়ে তুলতে আমরা নিরলস পরিশ্রম করছি। এক্ষেত্রে বাঙালি জাতিসত্ত্বা নির্মাণের রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা নির্মাণের রূপকল্প আমাদের লক্ষ্যপূরণের সারথি।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জুন ২৯, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।