ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

পদ্মা সেতু: মাঝিকান্দি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, জুন ২৪, ২০২২
পদ্মা সেতু: মাঝিকান্দি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ফাইল ছবি

শরীয়তপুর: শনিবার (২৫ জুন) সকালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বপ্নের-সাঁকো পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সুধী সমাবেশ ও শরীয়তপুরের জাজিরা প্রান্ত সংলগ্ন মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাটে আওয়ামী লীগ কর্তৃক জনসভা অনুষ্ঠিত হবে।

তাই নিরাপত্তাজনিত কারণে মাঝিকান্দি-মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।  

শুক্রবার (২৪ জুন) রাতে বিআইডব্লিউটিসি মাঝিকান্দি ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সর্বশেষ ফেরি বেগম রোকেয়া সন্ধ্যা ৭টার দিকে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যায়। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের কারণে আগামীকাল ফেরি বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জুন ২৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।