ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিকেলে খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাবেন চিকিৎসকরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, জুন ২৪, ২০২২
বিকেলে খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাবেন চিকিৎসকরা পুরোনো ছবি

ঢাকা: বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানাবেন চিকিৎসকরা। সাবেক প্রধানমন্ত্রীর বর্তমান শারীরিক অবস্থা ও তার চিকিৎসা সম্পর্কে বিকেলে সংবাদ সম্মেলন করবে হাসপাতাল কর্তৃপক্ষ।

শুক্রবার (২৪ জুন) বিকাল ৩টায় এভারকেয়ার হাসপাতালের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা তার সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত জানাবেন।

গত ১০ জুন দিবাগত রাত তিনটায় বুকে ব্যথা নিয়ে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। পরদিন ১১ জুন তার এনজিওগ্রাম করা হয়। তাতে কয়েকটি ব্লক ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে একটি রিং পরানো হয়।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, খালেদা জিয়ার হার্টে ধরা পড়া কয়েকটি ব্লকের মধ্যে একটি ব্লক ছিল ৯৫ শতাংশ। সেটিতেই রিং পরানো হয়েছে।

গত ১৫ জুন বিএনপি প্রধানকে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, জুন ২৪, ২০২২
এমএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।