ঢাকা, শুক্রবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৪ মে ২০২৪, ১৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

ছেলের মুখ দেখে যেতে পারলেন না রঞ্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, জুন ২০, ২০২২
ছেলের মুখ দেখে যেতে পারলেন না রঞ্জন

কিশোরগঞ্জ: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. রঞ্জন মিয়া (২৬) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।  

রোববার (১৯ জুন) সকাল সোয়া ৭টার (স্থানীয় সময়) দিকে সৌদি আরবের জেদ্দা শহরে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মো. রঞ্জন মিয়া কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের ভাট্টা গ্রামের মো. আবদুল মান্নানের ছেলে। তার দেশের বাড়িতে স্ত্রী ও এক ছেলে তাসিন আহমেদ রয়েছে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সুখের আশায় ২০১৫ সালে সৌদি আরবে পাড়ি জমান রঞ্জন। সেখানে তিনি ইয়ামাহা কোম্পানিতে লেবার পদে কাজ করে আসছিলেন। রোববার (১৯ জুন) সকাল সোয়া ৭টার (স্থানীয় সময়) দিকে কাজ করতে গিয়ে সৌদি আরবের জেদ্দা শহরে ওই কোম্পানির একটি গাড়ির নিচে চাপা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি এ সপ্তাহের মধ্যেই বাংলাদেশে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন। তিনি আর ছেলের মুখ দেখে যেতে পারলেন না।  

এদিকে রঞ্জন মিয়ার অকাল মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বাড়িতে চলছে শোকের মাতম।  

নিহত মো. রঞ্জন মিয়ার বড় ভাই মো. সোহেল রানা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

রঞ্জন মিয়ার মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন তিনি।  

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, জুন ২০, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।