ঢাকা, মঙ্গলবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৮ জুন ২০২৪, ১০ জিলহজ ১৪৪৫

জাতীয়

নতুন সংগঠন, নাম-‘মাদক নয়’ 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, জুন ১৬, ২০২২
নতুন সংগঠন, নাম-‘মাদক নয়’  অধ্যাপক ড. আনিসুজ্জামান ও অ্যাডভোকেট মুহাম্মদ শফিকুর রহমান

ঢাকা: ‘মাদক নয়’ নামে নতুন মাদকবিরোধী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সংগঠনটির স্লোগান নির্ধারণ করা হয়েছে-জীবন সুন্দর।

১৫ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-তে অনুষ্ঠিত সভায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটি গঠিত হয়।

কমিটিতে চেয়ারম্যান হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. আনিসুজ্জামান। কো চেয়ারম্যান হিসেবে আছেন- সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুনা চৌধুরী, সাংবাদিক নেতা সাজ্জাদ আলম খান তপু, পর্যটন বিশেষজ্ঞ মোখলেছুর রহমান ও ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক ড. আহমদ আবুল কালাম।

সেক্রেটারি- অ্যাডভোকেট মুহাম্মদ শফিকুর রহমান। জয়েন্ট সেক্রেটারি-বাংলাদেশ কালচারাল ফোরামের প্রতিষ্ঠাতা ড. আফজাল এইচ খান। সাংগঠনিক সম্পাদক- নজীর আহমদ সিমার, সাংস্কৃতিক সম্পাদক-চলচ্চিত্র ব্যক্তিত্ব জাকির হোসেন রাজু, গবেষণা বিষয়ক সম্পাদক-ড. সারিয়া সুলতানা, গণমাধ্যম বিষয়ক সম্পাদক- সাংবাদিক মাইনুল ইসলাম খান, অর্থ সম্পাদক- সাফিয়ার রহমান।

নির্বাহী সদস্য হিসাবে রয়েছেন- সাংবাদিক জিমি আমির, আতিকুর রহমান, শেহনাজ পূর্না, নিশাত বিনতে শহীদ ও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অধ্যাপক ড. কামালউদ্দিন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুন ১৬, ২০২২
টিআর/এসআইএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।