ঢাকা, রবিবার, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ জুন ২০২৪, ২৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

ফুলপুরে ট্রাক্টরচাপায় বৃদ্ধা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, জুন ১৬, ২০২২
ফুলপুরে ট্রাক্টরচাপায় বৃদ্ধা নিহত প্রতীকী ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুর উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত ট্রাক্টরচাপায় রেজিয়া খাতুন (৬০) নামে এক বৃদ্ধার নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর ২টার দিকে উপজেলার ভাইটকান্দি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজিয়া পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার সারিয়াকান্দা গ্রামের মৃত শহেদ আলীর স্ত্রী বলে জানা গেছে।    

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, রাস্তা পার হচ্ছিলেন রেজিয়া। এ সময় একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জুন ১৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।