ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাবেক শিক্ষামন্ত্রীর এপিএস মন্মথ রঞ্জন বাড়ৈ চাকরিচ্যুত 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, জুন ১৪, ২০২২
সাবেক শিক্ষামন্ত্রীর এপিএস মন্মথ রঞ্জন বাড়ৈ চাকরিচ্যুত  মন্মথ রঞ্জন

ঢাকা: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সহকারী একান্ত সচিব (এপিএস) মন্মথ রঞ্জন বাড়ৈ-কে চাকরিচ্যুত করা হয়েছে।  

মন্মথ রঞ্জনকে চাকরিচ্যুত করে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অসদাচরণ ও পলায়নের অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয়।

২০২০ সালের ১২ এপ্রিল থেকে মন্মথ রঞ্জন বাড়ৈ পলাতক বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। পরে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে গুরুদণ্ড হিসেবে চাকরিচ্যুত করা হয়েছে।  

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের এপিএস থাকাকালে তার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে।

সংস্কৃতির শিক্ষক মন্মথ রঞ্জন পালিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জুন ১৪, ২০২২
এমআইএইচ/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।