ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করায় ২ নৌকা আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, জুন ১১, ২০২২
সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করায় ২ নৌকা আটক ফাইল ছবি

খুলনা: সুন্দরবনে প্রবেশের নিষেধ লঙ্ঘন করে অবৈধভাবে মাছ ধরার অপরাধে ২টি নৌকা আটক করেছে বন বিভাগ। আটককৃত নৌকা থেকে অবৈধ ভেশালজালসহ কীটনাশক জব্দ করা হয়েছে।

শনিবার (১১ জুন) সুন্দরবনের খুলনা রেঞ্জের খাশিটানা বন টহল ফাঁড়ির আওতাধীন শাকবাড়িয়া নদীতে অভিযান চালিয়ে নৌকা দুইটি আটক করা হয়।

খাশিটানা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় বন বিভাগের অভিযান টের পেরে অসাধু জেলেরা নৌকা ২টি রেখে পালিয়ে যায়।

কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মো. আখতারুজ্জামান বলেন, এ ব্যাপারে বন আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, সুন্দরবনে গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত মোট ৩ মাসের জন্য মাছ ধরা ও ভ্রমণ নিষিদ্ধ করেছে বন বিভাগ।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুন ১১, ২০২২
এমআরএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।