ঢাকা, সোমবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

কামারখন্দে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, জুন ১১, ২০২২
কামারখন্দে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু ফাইল ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে লিটন হক (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

শনিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

 

লিটন উপজেলার চর টেংরাইল গ্রামের মৃত সামসুল হকের ছেলে।  

জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার প্রভাত কুমার দাস বাংলানিউজকে জানান, সকালে দুধ কিনতে রেললাইন পার হয়ে জামতৈল বাজারে যাচ্ছিলেন লিটন। এ সময় ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা নিয়ে গেছেন।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনর রশীদ মৃধা বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুন ১১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।