ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: সহায়তার প্রস্তাব দিল চীন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, জুন ১০, ২০২২
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: সহায়তার প্রস্তাব দিল চীন

ঢাকা: চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে পাঠানো এক চিঠিতে চট্টগ্রামের সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে চীনের পক্ষ থেকে সহায়তার প্রস্তাবও দেওয়া হয়েছে।

শুক্রবার (১০ জুন) ঢাকার চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে।

চিঠিতে ওয়াং আই শোকসন্তপ্ত পরিবার ও আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি বাংলাদেশের পরবর্তী প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদানের প্রস্তাব দেন।

ওয়াং আই আরও বলেন, চীন জরুরী প্রতিক্রিয়ার ক্ষেত্রে সহযোগিতা জোরদারে বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক, যাতে আমাদের দুই দেশের জনগণের মঙ্গল হয় ও নিরাপত্তা রক্ষা করা যায়।

এর আগে ৪ জুন সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে আগুনের সূত্রপাত ঘটে। এই ঘটনায় প্রায় ৫০ জনের মৃত্যু হয় এবং আহত হয়েছেন কয়েকশ' মানুষ।

বাংলাদেশ সময়: ২৩০২ ঘণ্টা, জুন ১০, ২০২২
টিআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ