ঢাকা, বুধবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ মে ২০২৪, ২০ জিলকদ ১৪৪৫

জাতীয়

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নিখোঁজ, ৩ দিন পর মিলল লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, জুন ৮, ২০২২
স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নিখোঁজ, ৩ দিন পর মিলল লাশ

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে নিখোঁজের তিনদিন পর রাজু হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৭ জুন) উপজেলার বড়বাড়ি ইউনিয়নের রূপগঞ্জ গ্রামের একটি পরিত্যক্ত গভীর নলকূপের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাজু বগুড়া জেলার মহাস্থানগড় এলাকার চক্কাগইল গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি বিয়ের পর থেকে ২২ বছর ধরে স্ত্রীকে নিয়ে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের রূপগঞ্জ গ্রামে বসবাস করতেন।

বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের ইউপি সদস্য আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শনিবার (৪ জুন) রাজু তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করার উদ্দেশ্যে একটি বিষের বোতল নিয়ে রাত ১১টার দিকে বাড়ি থেকে বের হয়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা অনেক খোজাঁখুজি করেও তার সন্ধান পান না। পরে বালিয়াডাঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার পরিবার।

এরপর নিখোজের ৩ দিন পরে স্থানীয়রা ক্ষেত দেখতে যাওয়ার সময় পরিত্যক্ত গভীর নলকূপের ঘরে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সোবহান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, জুন ০৮, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।