ঢাকা, বুধবার, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জুন ২০২৪, ০৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

স্বামীকে ব্লেড দিয়ে গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, জুন ৫, ২০২২
স্বামীকে ব্লেড দিয়ে গলা কেটে হত্যা

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম গুণবতী ইউনিয়নে স্বামীকে ব্লেড দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।  

রোববার (০৫ জুন) দুপুর ১২টায় ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহতের নাম শুক্কুর আলী (৫০)। তার বাড়ি বরিশাল। অভিযুক্ত স্ত্রী শিল্পী বেগমকে (৪০) স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছেন।  

স্থানীয় ইউপি সদস্য মো. শাহাবুদ্দিন জানান, স্বামী ও স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। আজ সকাল ১১টায় নিজের দাড়ি কাটছিলেন শুক্কুর আলী। এ সময় হঠাৎ করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার সূত্রপাত হয়। এ সময় স্বামীর হাতে থাকা ব্লেড দিয়ে তার গলা কাটেন স্ত্রী শিল্পী। ওই দম্পতির এক মেয়ে দুই ছেলে রয়েছে।  

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ঘটনাস্থলে আছি। ঘাতক নারীকে আটক করে থানায় পাঠানো হয়েছে। মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা তদন্ত করছি। বিস্তারিত পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জুন ০৫, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।