খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়াকে হত্যার উদ্দেশ্যে তাঁর বাড়ি ও গাড়িতে হামলা-ভাংচুরের অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি।
শনিবার (৪ জুন) বিকেলে শহরের করা বাগান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ প্রমুখ।
সমাবেশে বক্তারা হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সকালে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল থেকে ওয়াদুদ ভূইয়ার বাড়ি ও গাড়ি ভাংচুর করার সময় পুলিশ তাদের বাধা দেয়নি। বরং পুলিশের উপস্থিতিতে ব্যাপক ভাংচুর ও তাণ্ডবলীলা চালানো হয়।
অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে গ্রেফতারের দাবি জানান বিএনপি নেতারা। অন্যথায় জেলা বিএনপি কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
এর আগে সকালে ওয়াদুদ ভূইয়ার বাড়িসহ আশপাশে হামলার ঘটনা ঘটে। এসময় ১টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ, ২টি মোটরসাইকেল ও প্রাইভেট কার ভাংচুর করা হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। আওয়ামী লীগ তাদের ৫/৭জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করে।
বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জুন ০৪, ২০২২
এডি/এসএ