ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

যশোরে কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১০, মে ২৮, ২০২২
যশোরে কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ২

যশোর: যশোরে কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ মে) বিকেলে তাদেরকে আটক করা হয়।

আটক রবিউল ইসলাম (৪৫) সদর উপজেলার সমশপুর গ্রামের পশ্চিমপাড়ার এবং জবেদ আলী মন্ডল (৫৫) একই গ্রামের বাসিন্দা।

সদর থানা সূত্রে জানা গেছে, বাদী যশোর সদর উপজেলার বারীনগর কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজে দ্বাদশ শ্রেণীতে লেখাপড়া করে। আসামি তাদের প্রতিবেশী। পিতা দিনমজুর এবং ওই গ্রামে তাদের আর কোনো আত্মীয় স্বজন নেই তাদের। সে কারণে আসামি রবিউল ইসলাম বেশ কিছুদিন ধরে ওই কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করাসহ বিভিন্ন ধরণের কু-প্রস্তাব দিয়ে আসছিল।

খাওয়া-দাওয়া শেষে শুক্রবার (২৭ মে) পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ১১টার দিকে আসামি রবিউল ঘরের দরজায় গিয়ে ডাকাডাকি করে। দরজা খোলার সঙ্গে সঙ্গে জোরপূর্বকভাবে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে। এ সময় রবিউলের সঙ্গে সহযোগিতা করার জন্য আসামি জবেদ আলী মন্ডল ছিল।  

এরপর ওই ছাত্রী চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এলে বিষয়টি কাউকে না বলার হুমকি দিয়ে চলে যায়।

এরপর এই ব্যাপারে থানায় মামলা করা হলে শনিবার পুলিশ তাদের দুইজনকেই আটক করেছে। আটকের পর তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, মে ২৮, ২০২২
ইউজি/এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।