ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইবির প্রধান ফটক থেকে ইয়াবাসহ বহিরাগত গ্রেফতার

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, মে ২৬, ২০২২
ইবির প্রধান ফটক থেকে ইয়াবাসহ বহিরাগত গ্রেফতার

ইবি: ইসলামী বিশ্ববিদ্যলয়ের (ইবি) প্রধান ফটকের সামনে থেকে ১৫০ পিস ইয়াবাসহ মো. আনোয়ার হোসেন জোয়াদ্দার (৩৬) নামে এক বহিরাগতকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৫ মে) রাত সাড়ে ১০টার দিকে ইয়াবাসহ হাতেনাতে তাকে গ্রেফতার করে ইবি থানা পুলিশ।

আটক আনোয়ার ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার পদমদি গ্রামের নুরুল জোয়াদ্দারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে ইবি প্রধান ফটকের সামনে থেকে ওই বহিরাগতকে গ্রেফতার করা হয়।  এ সময় তার শরীর তল্লাশি করে ১৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে কুষ্টিয়া জেলা আদালতে হস্তান্তর করা হয়েছে।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনা উদঘাটন না করা পর্যন্ত এ অভিযান চালবে। এ জন্য সবার সজাগ দৃষ্টি ও সহযোগিতা কামনা করছি।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, মে ২৬, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।