ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গুরুদাসপুরে ভুট্টা ক্ষেতে এক ব্যক্তির মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, মে ২৫, ২০২২
গুরুদাসপুরে ভুট্টা ক্ষেতে এক ব্যক্তির মরদেহ প্রতীকী ছবি

নাটোর: নাটোরের গুরুদাসপুরে ভুট্টা ক্ষেত থেকে মো. আব্দুর রহিম (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ মে) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৪ মে) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নাজিরপুর নতুন পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

আব্দুর রহিম ওই উপজেলার নাজিরপুর নতুনপাড়া গ্রামের মো. সোনা মিয়ার ছেলে।  

জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হোন ভ্যানচালক আব্দুর রহিম। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাতেও বাড়ি ফিরেন না তিনি। এ অবস্থায় স্ত্রী-সন্তানসহ পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। একপর্যায়ে বাড়ি থেকে অদুরে ভুট্টা ক্ষেতে দিনগত রাতের দিকে তার মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে রাতেই তার মরদেহটি উদ্ধার করা হয়। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

বিষয়টি নিশ্চিত করে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বাংলানিউজকে জানান, গলায় ফাঁসের চিহ্ন থাকায় ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে তাকে শ্বাস রোধে হত্যার পর ভুট্টা ক্ষেতে ফেলে রেখে যাওয়া হয়েছে। তবে কারা কী কারণে তাকে হত্যা করেছে, তা উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে থানা পুলিশের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) লোকজন কাজ শুরু করেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মে ২৫, ২০২২ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad