ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যান ভর্তি আতশবাজিসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, মে ২৫, ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যান ভর্তি আতশবাজিসহ আটক ৩

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় কাভার্ডভ্যান ভর্তি আতশবাজিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।  

বুধবার (২৫ মে) ভোরে উপজেলার সুলতানপুর চৌমুহনী এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন- সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের পয়াগ নরসিংসার গ্রামের ইদ্রিস আলীর ছেলে সাগর মিয়া (৩২), শহরের ফুলবাড়িয়া এলাকার জাহের হোসেনের ছেলে আহাদ (২২) ও শফিকুলের ছেলে আরিফুল (১৮)।  

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সবুর বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর চৌমুহনী এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় বিভিন্ন খাদ্যপণ্যের স্টিকার লাগানো একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে আনুমানিক ২০ লাখ টাকার বিভিন্ন ধরনের আতশ ও পটকাসহ তিনজনকে আটক করা হয়। তারা ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী কসবা থেকে এসব আতশবাজি সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, মে ২৫, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।