ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশুলিয়ায় এলোপাতাড়ি কোপানোর ঘটানায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, মে ২৪, ২০২২
আশুলিয়ায় এলোপাতাড়ি কোপানোর ঘটানায় মামলা

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় এলাকায় এলোপাতাড়ি ভাবে সাধারণ মানুষকে কোপানোর ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী এক ব্যক্তির স্বজন।

মঙ্গলবার (২৪ মে) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোহাম্মদ জিয়াউল ইসলাম।

কোপের আঘাতে গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে থাকা মো. আইয়ুবের ভাই কাইয়ুম বাদি হয়ে সোমবার (২৩ মে) রাতে মামলাটি দায়ের করেন।  
গত ২২ মে সন্ধ্যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাধারণ মানুষকে কোপানোর ঘটনা ঘটে।  

আশুলিয়ার জামগড়া চিত্রশাইল কাঠালতলা এলাকার মতিন প্রধান ও তার ৪ ছেলে খলিল প্রধান, অলীল প্রধান, মহসিন প্রধান, ওয়াসিম প্রধান, মোশারফ প্রধান, মোশারফ প্রধানের ছেলে আনাস প্রধান, সোহাগ, আল-আমিন, রিফাত, রাব্বী, নাইমুর রহমান রাব্বীসহ অজ্ঞাত আরো ১৫-২০ জন সেই এলাকায় যাকে সামনে পেয়েছে তাকে কুপিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জন সাধারণ মানুষ হাসপাতালে ভর্তির খবর পাওয়া গেছে।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোহাম্মদ জিয়াউল ইসলাম বলেন, সোমবার রাতে এক ব্যক্তি অভিযোগ দিয়েছিলো সেই অভিযোগ মামলায় রুপান্তির হয়েছে। কেনো সেখানে এমন ঘটানা ঘটলো তাই তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।


বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মে ২৩, ২০২২
এসএফ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।