ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আটক ১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, মে ২৪, ২০২২
মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আটক ১২

ঝিনাইদাহ: ঝিনাইদাহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশু, নারী ও পুরুষসহ ১২ জনকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (২৪ মে) দুপুরে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

আটকদের মধ্যে ছয়জন পুরুষ, পাঁচজন নারী ও এক শিশু রয়েছেন।

তিনি জানান, সোমবার (২৩ মে) মধ্য রাতে উপজেলার মাটিলা বিওপির টহলদল মাটিলা গ্রাম থেকে তাদের আটক করে। তাদের বাড়ি গোপালগঞ্জ, বাগেরহাট, মাদারিপুর, নড়াইল ও রংপুর জেলার বিভিন্ন এলাকায়। অবৈধভাবে দালালের মাধ্যমে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন তারা।

গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলেও জানান ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, মে ২৪, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।