ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দেয়াল টপকে শৌচাগারে নারী সহকর্মীকে দেখায় বরখাস্ত শিল্পকলার যন্ত্রশিল্পী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, মে ২৪, ২০২২
দেয়াল টপকে শৌচাগারে নারী সহকর্মীকে দেখায় বরখাস্ত শিল্পকলার যন্ত্রশিল্পী

ঢাকা: সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগে শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের যন্ত্রশিল্পী তুষার কান্তি সরকারকে (গ্রেড-৩) বরখাস্ত করা হয়েছে।

সোমবার (২৩ মে) একাডেমির সচিব আছাদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, গত বৃহস্পতিবার (১৯ মে ) বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে শৌচাগারে ঢোকেন তুষার কান্তি সরকার। এসময় তিনি দেওয়াল টপকে পাশের শৌচাগারে এক নারী সহকর্মীর দিকে তাকিয়ে থাকেন। ওই সহকর্মী বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। এর প্রেক্ষিতে কর্তৃপক্ষ অভিযক্ত তুষার কান্তি সরকারকে সাময়িক বহিষ্কার করেছে।

অফিস আদেশে তৃতীয় শ্রেণির যন্ত্রশিল্পী তুষারের এমন কর্মকাণ্ডকে ‘অত্যন্ত গর্হিত এবং আপত্তিকর আচরণ’ উল্লেখ করা হয়। এছাড়া আরও বলা হয় ‘এটি নৈতিক স্খলনেরও একটি চরম দৃষ্টান্ত, যা নারী নির্যাতনের পর্যায়ভুক্ত। একজন সরকারি কর্মচারী হিসেবে তিনি এ ধরনের অশ্লীল কাজ করতে পারেন না। এটি জঘন্য অসদাচরণ এবং গুরুদণ্ডযোগ্য অপরাধ। ’

বাংলাদেশ সময়: ০০২৪ ঘণ্টা, ২৪ মে, ২০২২
এইচএমএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।