ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

রামপুরায় একাধিক মাদক মামলার আসামি ভুট্টু গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, মে ২৩, ২০২২
রামপুরায় একাধিক মাদক মামলার আসামি ভুট্টু গ্রেফতার ছবি প্রতীকী

ঢাকা: রাজধানীর খিলগাঁও, রামপুরা ও বাড্ডা থানায় একাধিক মাদক মামলার আসামি মো. জাহাঙ্গীর হোসেন ওরফে ভুট্টুকে ইয়াবাসহ গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

 রোববার (২২ মে)রামপুরার চৌধুরীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিএমপির লালবাগ বিভাগের ডিবি সদস্যরা।

সোমবার (২৩ মে) ডিবি পুলিশের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির ডিবি লালবাগ বিভাগের অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের পুলিশ পরিদর্শক মো. আলমগীর হোসেন পাটোয়ারী  জানান, রামপুরার চৌধুরীপাড়া এলাকায় এক ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছেন- এমন সংবাদে ওই এলাকায় অভিযান চালিয়ে ভুট্টুকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও জানান, পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, ভুট্টুর নামে খিলগাঁও থানায় ৩টি, রামপুরায় ১টি ও বাড্ডা থানায় ১টি মাদকের মামলা রয়েছে। রোববারের ঘটনায় নতুন করে  তার বিরুদ্ধে  রামপুরা থানায় আরও একটি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৩৪ ঘণ্টা, ২৩ মে, ২০২২
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।