ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিয়ালের মাংস বিক্রির দায়ে কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, মে ২৩, ২০২২
শিয়ালের মাংস বিক্রির দায়ে কারাদণ্ড

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে শিয়ালের মাংস বিক্রির দায়ে রঞ্জিত চন্দ্র দাস (৪৫) নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ মে) সকালে উপজেলার আলেকজান্ডার বাজারে শিয়ালের মাংস বিক্রি করার সময় তাকে আটক করা হয়।

 

দণ্ডপ্রাপ্ত রঞ্জিত রামগতি পৌরসভার চর ডাক্তার এলাকার কোমদ চন্দ্র দাসের ছেলে।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম শান্তুনু চৌধুরী বাংলানিউজকে বলেন, আলেকজান্ডার বাজারে শিয়ালের মাংস বিক্রির অপরাধে অভিযান চালিয়ে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে রঞ্জিতকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তার কাছ থেকে প্রায় ৬ কেজি শিয়ালের মাংস এবং চামড়া উদ্ধার করা হয়েছে।

অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নজরুল ইসলাম এবং রামগতি থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, মে ২৩, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।