ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

জাতীয়

ফতুল্লায় বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৩, মে ২২, ২০২২
ফতুল্লায় বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরীর মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুতের তার ছিঁড়ে বৃষ্টির পানিতে পড়ে বিদ্যুৎতায়িত হয়ে আয়েশা (১৫) নামে এক কিশোরী গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে।

শনিবার (২১ মে) ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আয়েশা নওগাঁ জেলার পোরশা দেশীপাড়া এলাকার আবু বক্করের মেয়ে। ফতুল্লার পশ্চিম দেওভোগ শহিদুল্লাহর ভাড়াটিয়া বাড়িতে বাবা মায়ের সঙ্গে বসবাস করে বিসিক এনআর গ্রুপের গার্মেন্টসে কাজ করতেন তিনি।

নিহতের বাবা আবু বক্কর জানান, সড়কে জমে থাকা পানিতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। এতে পানি বিদ্যুৎতায়িত হয়েছিল। ওই সময় বাসা থেকে বের হয়ে গার্মেন্টসে যাওয়ার পথে বিদ্যুৎতায়িত সেই পানিতে পা পড়তেই তার মৃত্যু হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক দিপু জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ নিহতের বাবার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৪২ ঘণ্টা, মে ২২, ২০২২
এমআরপি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।