ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

জাতীয়

কাশিমপুর কারাগারের নারী হাজতির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, মে ২১, ২০২২
কাশিমপুর কারাগারের নারী হাজতির মৃত্যু কাশিমপুর কারাগার

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি এক নারী হাজতি মৃত্যু হয়েছে। শনিবার (২১ মে) বিকেলে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মৃত ওই হাজতি হলেন- পাবনার সুজানগর থানার নামাপাড়া এলাকার রাজ্জাক মিয়ার স্ত্রী শাহানাজ বেগম (৫৯) 

সূত্র জানায়, কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন হাজতি শাহনাজ বেগম। পরে বিকেল পৌনে ৪টার দিকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে বিকেল ৫টার দিকে হাজতি শাহনাজ বেগমকে মৃত ঘোষণা করেন।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত জেলার সৈয়দ শাহ্ মো. শরীফ বলেন, শাহনাজ আগে থেকেই অসুস্থ ছিলেন। তার বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় নারী শিশু নির্যাতন আইনে মামলা ছিল। মরদেহ ওই হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মে ২১, ২০২২
আরএস/ইআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।