ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

একই হৃদপিণ্ডে জন্ম নেওয়া শিশু দুটির মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, মে ২১, ২০২২
একই হৃদপিণ্ডে জন্ম নেওয়া শিশু দুটির মৃত্যু 

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে একই হৃদপিণ্ডে সংযুক্ত অবস্থায় জন্ম নেওয়া শিশু দুটি মারা গেছে।

শুক্রবার (২০ মে) সন্ধ্যায় উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের দেউলিয়া গ্ৰামে নিজেদের বাড়িতে তাদের মৃত্যু হয়।

এর আগে, গত ১৪ মে বিকেলে উপজেলার সদরের এম আর ক্লিনিকে দেউলিয়া গ্ৰামের ফজের আলীর স্ত্রী তহুরা বেগম সন্তান দুটির জন্ম দেন।

পারিবারিক সূত্র জানায়, ১৪ মে ডা. আনিছুর রহমান ও ডা. ফাতেমা ইদ্রিস ইভা দীর্ঘ এক ঘণ্টা অস্ত্রপচারের মাধ্যমে তহুরার পেট থেকে সংযুক্ত শিশু দুটিকে বের করেন। জন্মের পর তারা ভালই ছিল। তখন ডা. ফাতেমা ইদ্রিস ইভা জানিয়েছিলেন তাদের হৃৎপিণ্ড একটি। শুক্রবার (২০ মে) সকালে সন্তান দুটিসহ তহুরা বেগম ক্লিনিক থেকে ছাড়পত্র পান। এরপর তাদের নিজ বাড়িতে নেওয়া হয়। শিশু দুটিকে বাড়িতে নেওয়ার পর উৎসুক জনতা বিকেলেও তাদের দেখতে আসে। সন্ধ্যার দিকে হঠাৎ তাদের মৃত্যু হয়।

তহুরা বেগমের মামাতো ভাই হাফিজুর রহমান জানান, বাড়িতে আনার পরও তারা ভাল ছিল। সন্ধ্যায় হঠাৎ তাদের মৃত্যু হয়। এশার নামাজের পর জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

আরও পড়ুন
>>> দুই বোনের এক দেহ!

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মে ২১, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।