ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

জাতীয়

কাশিমপুর কারাগারে আসামির সঙ্গে বাদীর বিয়ে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, মে ২১, ২০২২
কাশিমপুর কারাগারে আসামির সঙ্গে বাদীর বিয়ে

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি হাজতি এক যুবকের সঙ্গে মামলার বাদি তরুণীর বিয়ে সম্পন্ন হয়েছে।

বর কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার দেওঘর এলাকার মো. শাহেদ মিয়ার ছেলে নাঈম মিয়া (২৩) এবং কনে (১৯) একই এলাকার বাসিন্দা।

 

উচ্চ আদালতের আদেশে শুক্রবার (২০ মে) বিকেলে বাদি ও আসামিপক্ষের স্বজন ও আইনজীবীদের উপস্থিতিতে এ বিয়ে সম্পন্ন হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. নূরুন্নবী ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।

কারাগার সূত্রে জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ ২০২০ সাল থেকে বন্দি রয়েছে হাজতি নাঈম মিয়া। উচ্চ আদালতের নির্দেশে কারাগারের অফিস কক্ষে মামলার বাদী নির্যাতিতা তরুণীর সঙ্গে হাজতি নাঈম মিয়ার বিয়ে সম্পন্ন হয়। এসময় উভয় পক্ষের পরিবারের স্বজন ও আইনজীবীরা উপস্থিতিত ছিলেন। ঢাকার মিরপুর থানার মামলায় গ্রেফতারের পর নাঈম মিয়াকে ঢাকা থেকে এ কারাগারে আনা হয়। বিয়ের পর নববধূ বরের স্বজনদের সঙ্গে শ্বশুরবাড়ি চলে যায়।

বাংলাদেশ সময়: ০৭৪০ মে ২০, ২০২২
আরএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।