ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে গেট কিপারের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, মে ১৯, ২০২২
শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে গেট কিপারের মৃত্যু প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে লিটু কুমার দাস (৩৫) নামে রেলের একজন গেট কিপার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুর পৌণে ৩টার দিকে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

লিটু মাগুরার মোহাম্মদপুর থানার নাওভাঙ্গা এলাকার স্বর্গীয় রবীন্দ্রনাথের ছেলে। তিনি সাতখামাইর এলাকায় রেলের গেট কিপার হিসেবে কর্মরত ছিলেন।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ হিরু জানান, সকালে দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে জামালপুর কমিউটার ট্রেন। এক পর্যায়ে ওই ট্রেনটি শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় পৌঁছায়। এ সময় রেলের গেট কিপার লিটু কুমার রেলক্রসিং এলাকায় রেললাইন দিয়ে হাঁটছিলেন। পরে অসাবধানতাবশত তিনি ওই ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মে ১৯, ২০২২
আরএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।