ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধর্ম প্রচারে অর্থ নিলেও আলেমদের ধর্ম ব্যবসায়ী বলা যাবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, মে ১৬, ২০২২
ধর্ম প্রচারে অর্থ নিলেও আলেমদের ধর্ম ব্যবসায়ী বলা যাবে না

ঢাকা: ধর্ম প্রচারের বিনিময়ে অর্থ নিলেও আলেমদের ধর্ম ব্যবসায়ী বলা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক গাজী আতাউর রহমান।

সোমবার (১৫ মে) ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন গাজী আতাউর।

ঘাতক দালাল নির্মূল কমিটির সমন্বয়ে গঠিত মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে ‘গণকমিশন’ এবং জঙ্গি অর্থায়ন ও দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে ১১৬ ওয়ায়েজিনের তালিকা দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা দেয়। সে প্রতিবাদে এ সংবাদ সম্মেলনটি আয়োজিত হয়।

সংগঠনের সভাপতি নুরুল হুদা ফয়েজী লিখিত বক্তব্যে বলেন, গণকমিশনের অধিকার নেই কোনো নাগরিকদের বিরুদ্ধে ব্যক্তি উদ্যোগে বা সাংগঠনিকভাবে তদন্ত করার। গণকমিশনের এ তালিকা প্রণয়নের পেছনে বিদেশি গোষ্ঠীর হাত আছে- যারা নির্বাচন এলেই জঙ্গিবাদ-মৌলবাদের ধোয়া তোলে।

যারা অপরাধ, জঙ্গিবাদ, হত্যার সঙ্গে জড়িত; যাদের নাম ১১৬ জনের তালিকায় রয়েছে- তাদের বিষয়ে জানতে চাইলে সাধারণ সম্পাদক গাজী আতাউর রহমান বলেন, ব্যক্তির অপরাধের দায় কেউ নেবে না। তবে দুয়েকজন ব্যক্তির জন্য সব আলেমদের হেয় করলে মেনে নেওয়া হবে না।

সাংবাদ সম্মেলন থেকে ৮ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো- যারা কথিত শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে আলেমদের মিথ্যা অপবাদ দিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া; গোয়েন্দা নজরদারিতে আনা; প্রশাসনের বিরুদ্ধে যারা তৎপরতা চালিয়েছে তাদের শাস্তির আওতায় আনা; আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার; কারাবন্দি আলেমদের অবিলম্বে মুক্তি; ওয়াজ মাহফিলের সকল বিধিনিষেধ তুলে নেওয়া; মাদরাসার বিরুদ্ধে সকল প্রকার হয়রানি বন্ধ; আল্লাহ, রসূল, ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের বিরুদ্ধে মানহানিকর শব্দ ব্যবহার নিষিদ্ধে আইন করতে হবে।

এ ছাড়া আগামী ২৮ মে মতবিনিময় সভা ও ২ জুন ওলামা সম্মেলনের ঘোষণা দেওয়া হয়েছে এ সংবাদ সম্মেলন থেকে।

জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদের প্রধান উপদেষ্টা রেজাউল করিম, উপদেষ্টা ফয়জুল করীম, কেন্দ্রীয় সদস্য হাফিজুর রহমান সিদ্দিক, সদস্য ওমর ফারুকসহ (যুক্তিবাদী) এ সংগঠনের একাধিক সদস্যের নাম ১১৬ জনের তালিকায় রয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুন্নবী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক বাছির উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৫২২, ১৬ মে, ২০২২
এনবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।