ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

জামালপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, মে ১৫, ২০২২
জামালপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু প্রতীকী ছবি

জামালপুর: জামালপুরের মেলান্দহ উপজেলার চরপলিশা এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (১৫ মে) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

জামালপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিলন মিয়া বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত অজ্ঞাত নারীর পরনে গোলাপী রঙের ম্যাক্সি, সবুজ রঙের সেলোয়ার ও খয়েরি রঙের ওড়না ছিল। শ্যামলা বর্ণের নারী উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। ধারণা করা হচ্ছে, সকালে দেওয়ানগঞ্জ বাজার থেকে ছেড়ে আসা কমিউটার এক্সপ্রেস ট্রেনের কাটা পড়ে ওই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মে ১৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।