ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

পুকুরে পাওয়া গেল পুরনো সীমানা পিলার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, মে ১৫, ২০২২
পুকুরে পাওয়া গেল পুরনো সীমানা পিলার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পুকুরে পাওয়া গেছে লোহার প্রলেপ দেওয়া একটি পিলার। স্থানীয়দের ধারণা, এটি ব্রিটিশ আমলের ম্যাগনেটিক সীমানা পিলার।

শনিবার (১৪ মে) লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের ফজু মিয়ার বাড়ির একটি পুকুরে পিলারটি পাওয়া যায়। এতে কৌতূহল সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে। পিলারটির গায়ে খোদাই করে লেখা NST।  

ফজু মিয়ার বাড়ির মিতাব রহমান বলেন, পুকুরে আম খুঁজতে গেলে মাটির নিচে পুঁতে থাকা এ পিলারটি পাওয়া যায়। পুকুরের মধ্যে এ প্রাচীন পিলারটি কোথা থেকে এলো, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। পিলারটি আমাদের বাড়িতে সংরক্ষিত আছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন বাংলানিউজকে বলেন, স্থানীয় চেয়ারম্যানের সঙ্গে কথা বলে এ বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, মে ১৫, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।