ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রানীশংকৈলে বিলুপ্ত নীলগাই জবাই দিলেন স্থানীয়রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, মে ১২, ২০২২
রানীশংকৈলে বিলুপ্ত নীলগাই জবাই দিলেন স্থানীয়রা

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নে বিলুপ্ত একটি নীলগাই জবাই করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (১২ মে) ওই ইউনিয়নের উত্তর মন্ডলপাড়া গ্রামে বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ধর্মগড় ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেলাম স্থানীয়রা একটি নীলগাই উদ্ধার করেছিল৷ গাইটি খুব অসুস্থ থাকায় জবাই দিয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার ইউএনওকে জানিয়েছি।

রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সোহেল সুলতান জুলকার নঈন কবির স্টীভ বলেন, বিলুপ্ত হওয়া নীলগাই জবাই দেওয়া ঠিক হয়নি। তবে গ্রামের মানুষের বক্তব্য গাইটি খুব অসুস্থ ছিল।

তিনি আরও বলেন, খবর পেয়ে বন বিভাগের লোক সেখানে পাঠানো হয়েছে। তারা ব্যবস্থা নেবেন।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, মে ১২, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।