ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

অবৈধভাবে মজুদ ২০ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, মে ১১, ২০২২
অবৈধভাবে মজুদ ২০ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

টাঙ্গাইল: অবৈধভাবে সয়াবিন তেল মজুদ ও বেশি দামে বিক্রি করার অভিযোগে  টাঙ্গাইলের নাগরপুরে তিনজনকে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ মে) বিকেলে নাগরপুর উপজেলা সদর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

নেতৃত্ব দেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।

এ সময় জাতীয় ভোক্তা অধিকার অভিদপ্তর টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক সায়েদা তামান্না তাসনিমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান বলেন, স্বর্ণা এন্টার প্রাইজের ব্যবসায়ী শংকর সাহার বাসা থেকে ২০ হাজার লিটার মজুদ করা সয়াবিন তেল পাওয়ায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সয়াবিন তেলের বোতলের গায়ের মূল্যে চেয়ে দাম বেশি রাখার দায়ে নাগরপুর সদর বাজারের দুই দোকানিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। বাজারে সয়াবিন তেলের মূল্য নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মে ১১, ২০২২ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।