ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

গৌরীপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, মে ১০, ২০২২
গৌরীপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে গলায় ফাঁস দিয়ে সাদিয়া আক্তার (২৩) নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার (১০ মে) বিকেল ৩টার দিকে উপজেলার মাওহা ইউনিয়নের বিশমপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাদিয়া ওই গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফারুক মিয়ার মেয়ে।

সন্ধ্যা ৭টার দিকে গৌরীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাদিয়া সপরিবারে ময়মনসিংহ শহরে বসবাস করেন। ঈদের আগে তারা বাড়িতে আসেন। দুপুরের পরে হঠাৎ তিনি নিজের ঘরের দরজা বন্ধ করে দেন। পরিবারের সদস্যরা অনেক ডাকাডাকি করলেও তিনি দরজা খোলেননি। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

এসআই মাইনুল রেজা বলেন, পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানতে পেরিছি, মাঝে বেশ কিছু দিন সাদিয়ার লেখাপড়া বন্ধ ছিল। এ কারণে হয়তো তিনি অবসাদে ভুগছিলেন। এ কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

মৃতহদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, মে ১০, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।