ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

রায়পুরায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, মে ৮, ২০২২
রায়পুরায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় ঢাকাগামী মালবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে।  

রোববার (৮ মে) সকাল ৯টার দিকে রায়পুরা উপজেলার শ্রীনিধি রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রেলওয়ে স্টেশন কতৃপক্ষ ও স্থানীয়রা জানান, শনিবার দিনগত রাতে রাজধানী ঢাকার উদ্দেশে চট্টগ্রাম থেকে মালবাহী একটি ট্রেন ছেড়ে আসে। রোববার সকালে ট্রেনটি শ্রীনিধি রেলওয়ে স্টেশনে পৌঁছালে ইঞ্জিনের পেছনের বগির সামনের সারির দু’টি চাকা লাইনচ্যুত হয়।  

নরসিংদী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মুসা বলেন, কীভাবে এ ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত নই আমরা। তবে স্টেশনের বিকল্প লাইন দিয়ে অন্যান্য ট্রেন চলছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। মালবাহী ওই ট্রেন স্বাভাবিক করার জন্য আখাউড়া থেকে রিলিফ ট্রেন আসছে।  

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, মে ৮, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।